সেবা ডেস্ক: রাশিয়ার আকাশে দেখা গেছে তিন সূর্য! বিস্ময়কর হলেও এমনি চিত্র উপভোগ করেছেন সেন্ট পিটার্সবার্গবাসী। আর বিরল এই দৃশ্য ধরা পড়েছে স্থানীয় এক ব্যক্তির ক্যামেরায়।
বায়ুমণ্ডলে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বেধে থাকায় সেগুলোতে সূর্যের আলোর প্রতিফলন হলে দু'দিকে আরো দু'টি সূর্যের ছবি ভেসে ওঠে। ফ্যান্টম সান্স বা মক সান্স নামের পরিচিত এ অবস্থার বৈজ্ঞানিক নাম পারহেলিয়া।
তবে সূর্যের এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না। সেন্ট পিটার্সবার্গে সম্প্রতি প্রচণ্ড শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।