সুদানে বাংলাদেশি পুলিশ কর্মকর্তার মৃত্যু

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর মঈনুল আহসান খান জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সুদান মিশনে কর্মরতবস্থায় মারা গেছেন। শনিবার বেলা ১টায় রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
গত ২৯ ডিসেম্বর স্থানীয় সময় (সুদান) ভোর ছয়টায় সুদানের রাজধানী খার্তুমে লেভেল-৪ হাসপাতালে  রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
 
গত বছরের ২৫ মার্চ তিনি সুদান মিশনে গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি স্ত্রী , দুই এবং বৃদ্ধা মাতাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
 
উল্লেখ্য, মরহুম মঈনুল আহসান খান ২০০৪ সালের ৩১ অক্টোবর এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মিশনে যাওয়ার পূর্বে তিনি মৌলভীবাজার জেলায় কর্মরত ছিলেন। এছাড়া, তিনি কিশোরগঞ্জ, ভোলা, বরগুনা,  নোয়াখালী ও খাগড়াছড়ি জেলায় চাকুরি করেছেন।
 
আইজিপির শোক : মঈনুল আহসান খানের মৃত্যুতে আইজিপি এ কে এম শহীদুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক শোক বার্তায় তিনি বলেন, মঈনুল জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সুদানের শান্তিকামী জনগণের পাশে থেকে মহান দায়িত্ব পালন করেছেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top