মাশরাফি ছোটদের স্বপ্নের পাশে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  জাতীয় দলের অনুশীলন শেষ হয়ে গেছে; খেলোয়াড়রাও একে একে একাডেমি মাঠ ছেড়ে গেছেন। এক প্রান্তে একটা নেটে তখনও ব্যাট করে চলেছেন মুশফিকুর রহিম। এ পাশে শুরু হয়েছে যুব দলের অনুশীলন।
ওয়ার্ম শেষ করে নেট অনুশীলনের প্রস্তুতি নিতে থাকা যুব দলের এক ব্যাটসম্যান পাশে দাড়িয়ে থাকা সতীর্থর দৃষ্টি আকর্ষণ করে বললেন, 'দেখেছিস, মুশফিক ভাই এখনও নেট করছে। ওনার মতো নেট করা দরকার।'
যুব দলের সামনে এখন অবশ্য মুশফিকুর রহিমতো মতো নয়, তাদের ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। মুশফিকরা যা পারেননি, নাফিস ইকবালরা যা পারেননি, আশরাফুলরা যা পারেননি; সেই বিশ্বকাপ ট্রফিটা এবার জয় করতে চায় যুব দল। এই চ্যালেঞ্জ শুরুর আগে সিনিয়র দলের কাছ থেকে নানা ভাবেই উৎসাহ, অনুপ্রেরণা পাচ্ছেন যুব দলের খেলোয়াড়রা। বুধবার যেমন আনুষ্ঠানিকভাবে অনুর্ধ্ব-১০৯ দলের খেলোয়াড়দের সামনে কথা বলতে গিয়েছিলেন জাতীয় দল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি অবশ্য উল্টোটা বলে এসেছেন!
ট্রফির নেশায় টগবগ করতে থাকা যুব দলের খেলোয়াড়দের মাশরাফি বলেছেন, অবশ্যই সেরা হওয়ার স্বপ্ন থাকতে হবে। কিন্তু শুরু থেকেই ট্রফিকে লক্ষ্য করে ছোটার কোনো অর্থ নেই। এমন চাপ এই ছোট বয়সে একেবারেই বেমানান বলে তাদের নির্ভার হয়ে ক্রিকেট খেলতে বললেন জাতীয় দলের অধিনায়ক।
মাশরাফি নিজে পরে বলছিলেন, 'ওদের বয়সেই এতো চাপ তৈরি করে দেওয়া ঠিক না। ওদের এখন উপভোগ করার বয়স। আমি বলেছি, ট্রফির পেছনে ছুটো না। প্রতিটা বল করার সময় বলটা উপভোগ করো, ব্যাট করার সময় ব্যাটিং উপভোগ করো; ক্রিকেট উপভোগ করো। কোনোভাবেই জীবনটাকে জয়-পরাজয়ে আটকে ফেলো না।'
এমনকি এই জয়-পরাজয়ের দুষ্টচক্র থেকে দূরে থাকার জন্য উপায় বলে এসেছেন মাশরাফি, 'আমি বলেছি যে, বাইরে থেকে আমরা সবাই তোমাদের চাপ দেবো। মিডিয়া চাপ দেবে, মানুষ চাপ দেবে, আমরাও বলবো। কিন্তু তোমরা এসব শুনবেই না। কান বন্ধ করে ফেলো। ক্রিকেট খেলো। এটা অনেক বড় একটা উপলক্ষ। দেশের মাটিতে বিশ^কাপ। এটা খেলাই আনন্দের। পাওয়া অনেক পরের হিসাব।'
মাশরাফির এই কথাবার্তা যুব দলের খেলোয়াড়দের তাৎক্ষনিকভাবেই খুব নির্ভার করতে পেরেছে বলে বিশ্বাস দলটির কোচ মিজানুর রহমান বাবুলের। তিনি মাশরাফির কথায় মুগ্ধ হয়ে বলছিলেন, 'সবাই ছেলেগুলোকে চাপ দিচ্ছে। সেখানে ক্যাপ্টেন গিয়ে যেভাবে বললো, এটা অসাধারণ। মাশরাফি বলেছে, চ্যাম্পিয়ন হতে হবে, এমন কোনো কথা নেই। সবাইকে বলেছে, শুধু ভালো ক্রিকেট খেলতে।'
বাবুলের বিশ্বাস মাশরাফির এই কথাবার্তা বিশ্বকাপের ঠিক আগের এই ক্ষনটাতে ছোটদের অনেক অনুপ্রাানিত করতে পারবে, 'সময় কম বলে আমরা সব সিনিয়র খেলোয়াড়কে ডাকতে পারছি না। আগামীকাল (বৃহস্পতিবার) হয়তো কোচ (চান্দিকা হাতুরুসিংহে) কথা বলবেন। তবে আজ মাশরাফির কথা খুব কাজে দিয়েছে। ওরা চনমনে হয়ে গেছে। চাপ অনেকটাই কমাতে পেরেছে ও।'
তবে হ্যা, মাশরাফি সব চাপ থেকে ছোটদের মুক্ত করে দিচ্ছেন না। নিজেই মনে করিয়ে দিলেন, একটা চাপ ভেতরে রাখতে হবে, 'আমি বলেছি, একটা দায়িত্ব মনে রাখবে, তোমরা দেশের জার্সি পরে খেলবে। এটা অনেক বড় একটা পাওয়া। খারাপ খেলো, আমার কোনো আপত্তি নেই। তবে অবশ্যই চেষ্টাটা থাকতে হবে। যাতে মনে হয়, তোমরা বুঝতে পারছ, এই জার্সিটার দাম কতো।'
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top