
জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথে স্কুলগুলোতে খুশির জোয়ার বয়ে যায়। ফল সংগ্রহের জন্য বাবা-মাকে নিয়ে দুুপুরে তারা উপস্থিত হয় স্কুল প্রাঙ্গণে। ফল ঘোষণার সাথে সাথে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থী ও অভিভাবকরা। সবচেয়ে বেশি খুশি দেখা গেছে বাবা-মাকে। নামি-দামি স্কুলগুলোতে ছিল অন্যরকম চেহারা। ড্রামের তালে তালে নেচে-গেয়ে শিশুরা বাবা-মায়ের সাথে আনন্দ করে। ফল প্রকাশের পরপরই মিষ্টির দোকানে ছিল উপচেপড়া ভিড়। দুপুরের পর পরই দোকানের সব মিষ্টি শেষ হয়ে যায়।
১ জানুয়ারি শিক্ষাবর্ষের প্রথম দিন। উত্সব দিয়েই যাত্রা শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের। এ উত্সব ছিল দেশের এক লাখেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে। অংশ নেয় সাড়ে ৪ কোটি শিক্ষার্থী। এ উত্সবটিই শিক্ষা প্রতিষ্ঠানের বছরের সেরা উত্সব। এ উত্সব দিয়েই বছরটা শুরু হলো। বিদ্যালয়ে শিশুরা খালি হাতে স্কুলে গেল, হাতে পেল নতুন বই। এ কারণেই বছরের প্রথম সকালটাই আনন্দের। নগর, মফস্বলের পাশাপাশি প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতে বাদ পড়েনি উত্সবের ছোঁয়া থেকে। নতুন বইয়ের গন্ধে শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত। ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ এই শ্লোগানে এবার পালিত হয় বই উত্সব।
ছাত্রছাত্রীরা নেচে-গেয়ে, আনন্দ-উল্লাস করে, কোথাও কোথাও লাল-সবুজ প্লাকার্ড-ফেস্টুন নেড়ে, বেলুন উড়িয়ে এক উত্সবমুখর পরিবেশ সৃষ্টি করে। শিক্ষকদের হাত থেকে নতুন বই পেয়ে তারা আনন্দে উদ্বেলিত হয়। সবাই নতুন বই উঁচু করে নাড়াতে থাকে। স্কুলগুলোতে সৃষ্টি হয় এক উত্সবমুখর পরিবেশ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।