
হাসপাতালে চিকিৎসাধীন আহত তফুরি খাতুন জানান, প্রায় ১০ বছর আগে তার ছেলে নূর আলমের সঙ্গে উত্তর কেরোয়া গ্রামের মাওলানা বাসারের মেয়ে আনোয়ারা বেগমের বিয়ে দেয়া হয়। গত দু’বছর ধরে কারণে-অকারণে তার সঙ্গে আনোয়ারা বেগমের ঝামেলা চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় অজু করার জন্য বউয়ের কাছে গরম পানি চাওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে পানি অতিরিক্ত গরম করে তার মাথায় ঢেলে দেয়া হয়। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
অভিযুক্ত গৃহবধূ আনোয়ারা বেগম জানান, শ্বাশুড়িকে গোসল করাতে গেলে পানি অতিরিক্ত গরম হওয়ায় এ অবস্থা হয়েছে। এটি ইচ্ছাকৃতভাবে হয়নি। বিষয়টি দুঘর্টনা বলে দাবি করেন তিনি।
রায়পুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ফরিদুজ্জামান রানা জানান, গরম পানির কারণে ওই বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত ফুলে গেছে। এ কারণে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
রায়পুর থানার উপ-পরির্দশক (এসআই) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ঘটনাটি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।