
গত বছর মহারাষ্ট্রের গভর্নরের কাছে সঞ্জয়ের কারাদণ্ড মওকুফ করার আবেদন করেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারক মার্কানদেভ কাটজু। জানা গেছে গভর্নর বিদ্যাসাগর রাও মহারাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই আবেদন খারিজ করে। সুপ্রিম কোর্টে সঞ্জয়ের অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও তার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলে সেটি একটি খারাপ উদাহরণ সৃষ্টি করতো।
২০১৩ সালে সঞ্জয় দত্তর বিরুদ্ধে মুম্বাই হামলার জড়িতদের কাছ থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করার অভিযোগ সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়। ১৯৯৩ সালে মুম্বাই হামলায় ২৫৭ জন নিহত হয় এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়। ২০০৭ সালে সঞ্জয় দত্তকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ১৮ মাস পরে তিনি জামিনে বের হয়ে আসেন। ২০১৩ সাল পর্যন্ত আইনি লড়াই চালিয়ে মুম্বাই হামলার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থেকে মুক্তি পেলেও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হন। এনডিটিভি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।