ঢাকা আর নিউইয়র্কে পার্থক্য দেখেন না স্টুয়ার্ট ল

Unknown
সেবা ডেস্ক:  মঙ্গলবার সকালে স্টুয়ার্ট ল এলেন মিরপুরে। যুব দলের উপদেষ্টা হিসাবে বেশ কিছুদিন বিরতির পর আবার যোগ দিলেন। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের ভাবনার কথা বললেন। বললেন, পৃথিবীর সব দেশই এখন নিরাপত্তার প্রশ্নে একই জায়গায় দাঁড়িয়ে আছে।
তখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান এই সাবেক জাতীয় দল তারকা জানেন না, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে তার দেশ নাম প্রত্যাহার করে নিচ্ছে। বরং জোর দিয়েই বলছিলেন—ওরা আসবে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া আসছে না। তাতে ল -য়ের কথা বদলে যাচ্ছে না। তিনি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ ভাবিত বলে মনে হয়নি। নিজের আগের দফায় সময়মতো না আসার ব্যাখ্যা দিয়ে বলছিলেন, এবার বিশ্বকাপের শেষ পর্যন্ত থাকবো। আগেরবার আমি আসিনি আমার ব্যক্তিগত কিছু ব্যাপার ছিল, যা আমাকেই দেখতে হতো। হ্যা, নিরাপত্তার একটা হুমকি ছিল। তবে আমার ব্যক্তিগত ব্যাপারটাই মুখ্য ছিল। আমি আসলে একটু অসুস্থ ছিলাম। আমাকে নিশ্চিত করতে হতো যে, কাজ করতে গিয়ে আমি যেন শতভাগ দিতে পারি।
নিরাপত্তা হুমকি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আগে থেকেই আলোচনায় ছিল। কিন্তু এই অস্ট্রেলিয়ান কোচ মনে করেন, দুনিয়াই এখন অনিরাপদ। ফলে বাংলাদেশকে আলাদা করার যুক্তি নেই, আপনি যেটা বলছেন, সেটা (নিরাপত্তার হুমকি) সারা পৃথিবী জুড়েই তো আছে। কেউ বলতে পারে না, দুনিয়ার কখন কোথায় এটা মাথাচাড়া দিয়ে উঠবে। কিন্তু যখন কোনো গোয়েন্দা সংস্থা থেকে আপনি তথ্য পাবেন, তখন আসলেই আপনাকে একটু বসে ভাবতে হবে। তবে আমি যতদূর বুঝি এখন সেটা (বাংলাদেশে নিরাপত্তা হুমকি) মৃতপ্রায়। হ্যাঁ, আছে হয়তো। তবে এটুকু তো পুরো পৃথিবীতেই আছে। আপনি কোথায় আছেন, ব্যাপার না, নিউইয়র্ক বা লন্ডন বা ঢাকা, কোনো পার্থক্য নেই। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে।
নিজে বাংলাদেশে সবসময় খুব স্বচ্ছন্দ বোধ করেন বলে বলছিলেন সাবেক এই টেস্ট ক্রিকেটার, আমি বাংলাদেশে স্বচ্ছন্দ বোধ করি। আমার এখানে ভালো লাগে। লোকজন খুব হাসতে পছন্দ করে, সবসময় খুশি থাকে। মানুষকে আমার কখনোই সমস্যা মনে হয় না। আসলে সমাজে কিছু সদস্য থাকে, যাদের ব্যাপারে আপনি নিশ্চিত হতে পারেন না। শেষ পর্যন্ত ল বিশ্বকাপে থাকছেন বলেই আশা করা যাচ্ছে। আর সেটা হলে যাদের নিয়ে তার বাজিটা ধরতে হবে সেই বাংলাদেশ যুব দল সম্পর্কে বলছিলেন, ‘ছেলেরা খুব ভালো খেলছে। হ্যাঁ, যতটা হলে ভালো হতো, ততো ধারাবাহিক ভালো করছে না হয়তো। তবে সামনে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা তিন ম্যাচ সিরিজ পাচ্ছি। এটা আমাদের জন্য বড় একটা সুযোগ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top