প্রত্যেক মানুষেরই শিকড়ের প্রতি দায়বদ্ধতা থাকে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, প্রত্যেক মানুষেরই শিকড়ের প্রতি দায়বদ্ধতা থাকে। নাড়ির টানে পৈতৃক ভিটায় এসেছি। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
শীতবস্ত্র বিতরণ শেষে তিনি ঐতিহ্যবাহী টি ফ্যামিলির সদস্য, স্থানীয় সাংবাদিক ও সুধীদের সাথে মতবিনিময় করেন। তাসমিমা হোসেন বলেন, এখানে আমার থাকার সুযোগ না হলেও এখানেই আমার পিতা-মাতা বসবাস করেছেন। পিতৃভূমির স্মৃতি রক্ষায় এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। তিনি এলাকার মানুষের জন্য একটি পাঠাগার স্থাপনে আর্থিক সহায়তার ঘোষণা দেন। এ ছাড়া পরিবারের নামানুসারে চন্দন বাড়ি টি ফ্যামিলি ট্রাস্ট গঠন করারও ঘোষণা দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাসমিমা হোসেনের বোন লুকলা রহমান, তাজিম রহমান, ভাগ্নি লায়লা জায়নাব, দিনাজপুরের নারী উন্নয়ন কর্মী জিন্নাত রহমান, চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমতাজুল করীম জাহাঙ্গীর, টি ফ্যামিলির সদস্য একেএম আজাদ, দৈনিক ইত্তেফাকের দিনাজপুর স্টাফ রিপোর্টার মতিউর রহমান, পঞ্চগড় জেলা প্রতিনিধি আশরাফুজ্জামান খোকন ও বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম।
এর আগে তিনি পরিবারের সদস্যদের কবর জিয়ারত করে গাছের চারা রোপণ করেন এবং পৈতৃক নিবাস পরিদর্শন করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধ হন তাসমিমা হোসেন। পৈতৃক নিবাস থেকে তিনি জেলার আটোয়ারী উপজেলায় প্রয়াত চিত্রনায়ক রহমানের কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
এদিকে স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক, পাক্ষিক অনন্যার সম্পাদক ও প্রকাশক বলেছেন, দৈনিক ইত্তেফাক গণমানুষের পত্রিকা। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে ইত্তেফাকের নিবিড় সম্পর্ক। দেশে যখনই কোনো সংকটের মুহূর্ত এসেছে তখনই ইত্তেফাক তার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে, আগামীতেও করবে। দেশের উন্নয়নে যতটুকু করা সম্ভব তা থেকে কখনো পিছপা হইনি। নারীর ক্ষমতায়নে যা করা দরকার তাই করব। দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য এবং প্রাচীনতম সংস্কৃতির ধারক, বাহক এই জেলার মানুষ। একে সমৃদ্ধ করতে জেলার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। গত বুধবার রাতে নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় দিনাজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক অনন্যার সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেনকে ক্রেস্ট ও মানপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক আরো বলেন, সাংবাদিক পরিবারের পুত্রবধূ হিসাবে দেশের তথা উপ-মহাদেশের অনেক গুণী মানুষের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহলাভের দুর্লভ সুযোগ আমার হয়েছে। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে অসংখ্য দেশবরেণ্য রাজনীতিবিদকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। দৈনিক ইত্তেফাকের অতীত ইতিহাসকে বর্তমান সময়ে আরো সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ইত্তেফাককে জনগণের আরো কাছাকাছি নিয়ে যেতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। দিনাজপুর প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তাসমিমা হোসেন।
মতবিনিময় সভার শুরুতেই দিনাজপুর মহারাজা স্কুল ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, দিনাজপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী, দিনাজপুর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সেক্রেটারি আবু সাঈদ আহমেদ কুমার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন, দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, সংগীত ডিগ্রি কলেজের অধ্যক্ষ খায়রুল আলম, ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর জেলার সহ-সভাপতি ও জেলা ব্র্যাক প্রতিনিধি মো. মহসিন আলী, দিনাজপুর মহিলা সংস্থার চেয়ারম্যান তরিকুন বেগম লাবুন, দৈনিক ইত্তেফাকের বোচাগঞ্জ সংবাদদাতা সফিকুল আলম, ফুলবাড়ী উপজেলা সংবাদদাতা ওমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ। এ ছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর জেলার সাংগঠনিক সম্পাদক এ এস এম তারিকুল ইসলাম সুমন, দিনাজপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মতলুবুল মামুন, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম, সংগীত ডিগ্রি কলেজের অধ্যাপক ইশতিয়াকুল আলম চৌধুরী প্রিন্স, দৈনিক আজকের প্রতিভার বার্তা সম্পাদক আকরাম হোসেন বাবলু, সাপ্তাহিক আজকের দিনাজপুরের সম্পাদক মো. আবুল কালাম আজাদ, দৈনিক অন্তরকণ্ঠের বার্তা সম্পাদক দেলোয়ার হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক স্বর্ণসকালের সম্পাদক কাজী তাজ-উস-সামস্ প্রিন্স, দিনাজপুর  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. হবিবর রহমান, প্রবীণ সাংবাদিক মো. আব্দুর রহমান, দৈনিক উত্তরবাংলার মহাব্যবস্থাপক শ্যামল চন্দ্র দাস, দৈনিক খবর পত্রের দিনাজপুর জেলা প্রতিনিধি মো. মনসুর রহমান, দৈনিক মানবকণ্ঠের দিনাজপুর জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, দৈনিক ইত্তেফাকের বীরগঞ্জ সংবাদদাতা নিরঞ্জন সাহা পিন্টু, দৈনিক ইত্তেফাক বিরামপুর সংবাদদাতা নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের কাহারোল সংবাদদাতা আব্দুল্লাহ্, দৈনিক ইত্তেফাকের ঘোড়াঘাট সংবাদদাতা জিল্লূর রহমান, অনুঘটক সংস্থার চেয়ারম্যান কৃষি বিভাগের সাবেক উপ-পরিচালক কৃষিবিদ মো. মমিনুল ইসলাম, দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, দৈনিক আজকের প্রতিভার ডেপুটি ইউনিট প্রধান মো. মিজানুর রহমান মিজানসহ সুধীবৃন্দ। এ ছাড়াও পত্রিকার এজেন্ট ও হকাররা উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top