সেবা ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভায় বর্তমান মেয়র বিএনপির প্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া জয় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান এ ফলাফল ঘোষণা করেন। ধানের শীষ প্রতীক নিয়ে খোরশেদ আলম ভূঁইয়া পান ৬ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর মো. শাহজাহান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮২৮ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী আবু নাঈম মো. বাশার পেয়েছেন ৩ হাজার ৩৭৭ ভোট।
সিঙ্গাইর উপজেলা যুবদলের সভাপতি খোরশেদ বর্তমান মেয়রের দায়িত্বে আছেন। এ পৌরসভা মোট ভোটার ২০ হাজার ১৪ জন। মোট ১০টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।