
আর নতুন বছরে এসে বিয়ের খবর উড়িয়ে দিয়েছেন প্রীতি নিজেই। ব্যক্তিজীবন নয়, আপাতত ক্যারিয়ারেই মন দিতে চান তিনি। দীর্ঘদিন বিরতির পর আবারও রূপালি পর্দায় ফিরতে চান তিনি। খুব তাড়াতাড়ি নিজের প্রযোজনায় একটি ছবিতে অভিনয় করবেন বলে জানা যায়।
প্রীতি বলেন, ‘বিয়ে নয়, আবারও ক্যারিয়ারে মনোযোগী হতে চাই। এখন সিনেমাতেই মন দেবো।’ প্রীতির ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এখন শিকাগোতে রয়েছেন তিনি। সেখানে একের পর এক নতুন চিত্রনাট্য পড়ছেন। চলছে চিত্রনাট্য বাছাইয়ের কাজ। দিন কয়েকের মধ্যেই তার এই নতুন ছবির ঘোষণা করবেন বলিউড অভিনেত্রী।
যদিও নিন্দুকরা বলছেন, বি টাউনে নাকি আর কাজ পাচ্ছেন না প্রীতি।
সে কারণেই নিজের প্রযোজিত ছবি দিয়ে অভিনয়ে ফিরতে হচ্ছে তাকে। তবে প্রীতির কাছে কয়েকটি নতুন সিনেমা প্রস্তাবও আছে। কিন্তু সেদিকে না ভিড়ে এখন নিজের প্রযোজনা নিয়েই ব্যস্ত তিনি। প্রীতি এখন ক্যারিয়ারের যে পর্যায়ে পৌঁছে গেছেন তাতে চরিত্র পছন্দের বিষয়ে একটু রুচিশীল হবেন তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।