সেবা ডেস্ক: বেশ অনেক দিন যাবত গুরুতর অসুস্থ দেশের জনপ্রিয় অভিনেত্রী দিতি। বর্তমানে চেন্নাইয়ের মাদ্রাজ ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) চিকিৎসাধীন আছেন তিনি। তাঁর বর্তমান অবস্থা খুবই আশঙ্কাজনক জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন দিতির মেয়ে লামিয়া।
এবিষয়ে সোমবার বিকেলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে লামিয়া জানান, ‘মা আসলে মারা যাচ্ছেন। ক্যানসার বা টিউমার নয়, রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর ‘পারকিনসন’ রোগ হয়েছে। এটি এখন প্রাথমিক পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে চলে গেছে।এ নিয়ে ডাক্তারদের আর কিছুই করার নেই। আমাকে আর কেউ তাঁর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন না। এখন একমাত্র আল্লাহই পারে তাকে বাঁচিয়ে তুলতে। আপনারা কিছু করতে চাইলে মা’র জন্য দ্রুত দোয়া করেন।’
