
রায়ের পর বুধবার সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, 'নিজামীকে ট্রাইবুনালে দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। মৃত্যুদণ্ড বহালের এই রায় নিয়ে প্রশ্ন উথ্থাপন করে যে কোনো বক্তব্য দেয়া আদালত অবমাননার সামিল। রায়ের বিরুদ্ধে কোনো আইনজীবীর বক্তব্য দেয়া উচিত নয়।'
তিনি আরও বলেন, 'বিগত চার দলীয় জোট সরকার আমলে যুদ্ধাপরাধী নিজামী মন্ত্রী সভায় ছিলেন। যেহেতু এটি রাজনৈতিক বিষয় ছিল, তাই রাজনৈতিক বক্তব্য হতে পারে।'
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।