
এই অবস্থায় অ্যাপলকে টপকে যেতে গ্যালাক্সি এস৬ এর পরবর্তী সংস্করণ গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজ বাজারে আনার পরিকল্পনা করছে স্যামসাং। ডিভাইসটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কোরিয়ান প্রতিষ্ঠানটি। তবুও স্মার্টফোন দু’টির তথ্য ফাঁস হওয়া রোধ করা যাচ্ছে না।
সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজ বাজারে আসবে। স্মার্টফোন দু’টিতে নতুন কিছু ফিচার যোগ করা হবে, যা গ্যালাক্সি এস৬ বা গ্যালাক্সি এস৬ এজে ব্যবহার করা হয়নি।
ভেঞ্চারবিটের বরাত দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে, গ্যালাক্সি এস৭ এর দু’টি সংস্করণে মাইক্রোএসডি কার্ড দিয়ে ২০০ গিগাবাইট পর্যন্ত মেমোরি বাড়ানোর সুযোগ থাকবে। এই সুবিধা গ্যালাক্সি এস৬ ও গ্যালাক্সি এস৬ এজে ছিলো না।
সূত্রের প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন দু’টি হবে ধুলোবালি ও পানিরোধী। ডিভাইস দু’টিতে 'আইপি৬৭ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশনস' ব্যবহার করা হবে। সম্প্রতি পানিরোধী ফিচার সমৃদ্ধ স্মার্টফোন বাজারে এনে ইতিবাচক সাড়া পেয়েছে মটোরোলা। ফলে স্যামসাং ও অ্যাপলের মতো জায়ান্টরা ফিচারটি তাদের স্মার্টফোনে যোগ করছে।
ভেঞ্চারবিটের মতে, স্যামসাং স্মার্টফোনের ব্যাটারি নিয়ে গ্রাহক অসন্তুষ্টি রয়েছে। এই দুর্নাম ঘুচানোর জন্য এবার গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজে যথাক্রমে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ও ৩৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি যোগ করতে চাইছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের গ্যালাক্সি এস৬ ও গ্যালাক্সি এস৭ এজে যথাক্রমে ২৫৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ও ২৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়।

সর্বশেষ ফাঁস হওয়া তথ্যে দাবি করা হচ্ছে, গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজে স্যামসাংয়ের তৈরি প্রসেসর এক্সিনোজ ৮ অক্টা ৮৮৯০ ব্যবহার করা হবে। ডিভাইস দু’টিতে ৪ গিগাবাইট র্যাম থাকবে। তবে গ্যালাক্সি এস৭ -এ ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং গ্যালাক্সি এস৭ এজে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজে বাজারে আসবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।