সেবা ডেস্ক: বিশ্ব ইজতেমা ময়দানে আরো এক মুসল্লি ইন্তেকাল করেছেন। তার নাম আবুল কালাম আজাদ (৬০) পিতার নাম মো. কালা মিয়া। তার বাড়ি নোয়াখালি জেলার সুন্দরপুর গ্রামে বাসিন্দা।
ইজতেমা সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে আবুল কালাম আজাদ বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে গত দুই দিনে ইজতেমা ময়দানে চারজন মুসল্লি মারা গেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।