সেবা ডেস্ক: গরীব মানুষের কাছে বিমানে উঠতে পারাটা স্বপ্নের মতো। মধ্যবিত্তদের কাছেও বিমান ভ্রমণ রীতিমতো বিলাসিতার পর্যায়ে পড়ে। আবার বিমানে চড়তে হলে ভিসা, পাসপোর্টের মতো বেশ কিছু কাগজপত্র জোগাড় করতে হয়। তাই অনেকের জীবনেই বিমানে চড়াই হয় না। তবে চীনের এক কৃষক মানুষকে ভিসা পাসপোর্ট ছাড়া বিমানে ওঠার সুযোগ করে দিচ্ছেন। ষাটোর্ধ্ব ওয়াং লিন বিমানের আদলেই তৈরি করেছেন একটি বোয়িং ৭৩৭। যদিও বিমানটি আকাশে উড়বে না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে এক জায়গায়। মূলত একটি রেস্টুরেন্ট হিসাবে ব্যবহূত হবে বিমানটি। মজার বিষয় হলো, চীনের হেনান প্রদেশের অশিক্ষিত এবং নিরক্ষর ওয়াং লিন বিমানের এই প্রতিরূপ তৈরি করেছেন নিজেই।
বিমানের রেপ্লিকা তৈরির জন্য পর্যাপ্ত জ্ঞান অর্জনের জন্য তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ধাতব কাজের ওপর দুই বছর পড়ালেখা করেছেন। ১১৫ মিটার লম্বা বিমান রেস্টুরেন্ট এর কাঠামো তৈরি করতে তার খরচ হয়েছে ১৭ লাখ ৬০ হাজার টাকা।-ইউপিআই

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।