‘জেনফোন জুম’ থ্রিএক্স জুম ক্যামেরায় নিখুঁত ছবি

Unknown
0
সেবা ডেস্ক:  ল্যাপটপ বাজারের মতো স্মার্টফোন বাজারে এখনো শক্ত কোনো অবস্থান তৈরি করতে পারেনি আসুস। সে জন্য সাশ্রয়ী দামে উন্নত কনফিগারেশনের হ্যান্ডসেট এনে গ্রাহকদের মন জয়ের চেষ্টা করে যাচ্ছে তাইওয়ানভিত্তিক কোম্পানিটি। এই চেষ্টার অংশ হিসেবে প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এবার নিখুঁত ছবি পাওয়ার উপযোগী ক্যামেরার একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে।
 
জেনফোন জুম নামের এই ডিভাইস ফটোগ্রাফিতে আগ্রহী গ্রাহকদের মাঝে সাড়া জাগাবে বলে আশা করছে আসুস কর্তৃপক্ষ।
 
মঙ্গলবার এক বিবৃতিতে আসুস জানায়, তাদের নতুন স্মার্টফোন জেনফোন জুম চলতি মাসের শেষ দিকে ভারতের বাজারে ছাড়া হবে। ডিভাইসটির ক্যামেরায় থ্রিএক্স অপটিক্যাল জুম সুবিধা ও বাজার সেরা হার্ডওয়্যার থাকবে, যা নিখুঁত ছবি পেতে কাজ করবে।
 
টেক টু'র এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনফোন জুমে ১৩ মেগাপিক্সেলের স্ন্যাপার থাকবে। এতে থ্রিএক্স অপটিক্যাল জুম, ওআইএসের লেজার অটো ফোকাস ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের ১০ লেন্স উপাদান জুড়ে দেয়া হবে। ডিভাইসটিতে পিক্সেলমাস্টার প্রযুক্তিও থাকবে, যা কম আলোতে ঝকঝকে ছবি পেতে সাহায্য করবে।
 
দু’টি প্রসেসর সংস্করণে বাজারে আসবে জেনফোন জুম। এর এক সংস্করণে ইন্টেলের ২.৩ গিগাহার্জের অ্যাটম কোয়াড কোর জেড৩৫৮০ প্রসেসর থাকবে। অপর সংস্করণে ইন্টেলের ২.৫ গিগাহার্জের অ্যাটম কোয়াড কোর জেড ৩৫৯০ প্রসেসর থাকবে।
 
কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটি ওয়াই-ফাই ৮০২.১১এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৪.০, এনএফসি, ফোরজি এলইটি এবং মাইক্রোইউএসবি ২.০ সমর্থন করবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ললিপপ ভিত্তিক জেনইউআই।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top