আবারো কলকাতার মুভিতে জয়া

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সৃজিত মুখার্জির 'রাজকাহিনী' পর কলকাতার আরেকটি মুভিতে দেখা যাবে জয়া আহসানকে। 'খাঁচা' নামের এই মুভিতেও দেশভাগের কাহিনী তুলে আনা হয়েছে।
বাংলাদেশের নন্দিত লেখক হাসান আজিজুল হকের লেখা গল্প অবলম্বনে এই মুভি তৈরি হবে। এটি পরিচালনা করবেন আকরাম খান। এতে একটা হিন্দু পরিবারকে দেখা যাবে, যারা বার বার চেষ্টা করেও সীমান্ত অতিক্রম করবে ব্যর্থ হয়। এই পরিবারের মেয়ে সৃজনীর চরিত্রে অভিনয় করবেন জয়া।
সৃজিতের রাজকাহিনী এক বর্ণনাধর্মী মুভি। কিন্তু আকরামের খাঁচা মূলত মনস্তাত্ত্বিক মুভি যেখানে ভালোভাবে বেঁচে থাকার জন্য পরিবারটির প্রতিটি সদস্য মরিয়া। 
এ ব্যাপারে জয়ার বক্তব্য, খাঁচা'তে সৃজনীর জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে আনা হয়েছে। রাজকাহিনীতে যে বিষয়গুলো উঠে আসেনি সে সবই উঠে এসেছে খাঁচা'তে। 
খাঁচা ছাড়াও 'পুত্র' নামের আরেকটি কলকাতার মুভিতে দেখা যাবে জয়াকে, যেখানে তিনি প্রতিবন্ধী এক শিশুর শিক্ষিকার ভূমিকায় অভিনয় করবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top