সেবা ডেস্ক: ‘বাংলাদেশ পর্যটন বর্ষ ২০১৬’ উৎযাপন করতে ধানমন্ডির ইএমকে সেন্টারে বস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কমিউনিটিভিত্তিক পর্যটন প্রতিষ্ঠান ‘আজিয়ের’ সঙ্গে অংশীদারিত্বে বস্ত্র প্রদর্শনীটির আয়োজন করেছে ইএমকে সেন্টার। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ডেভিড মিলি সোমবার বিকালে প্রদর্শনী উদ্বোধন করেন।
উদ্বোধনের পর সেখানে দিনব্যপী একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল লক্ষ্য ছিল ‘ইকো ট্যুরিজম’ এর মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও স্থানীয়দের অংশগ্রহণের প্রসার করা।
প্রদর্শনীতে রয়েছে নীল-এ রাঙানো পণ্য, আনারসের আঁশ থেকে তৈরি বস্ত্র এবং বাঁশ ও পাটের তৈরি হস্তশিল্প। আগামী দশদিন পর্যন্ত প্রদর্শনীটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।