
জঙ্গি দলের মুখপাত্র সৈয়দ সাদাকাত হুসাইন বলেন, ভারতের সংবেদনশীল কোনো প্রতিষ্ঠানই যে আমাদের আওতার বাইরে নয় তা জানাতেই আমাদের মুজাহিদরা এ হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ওই বিবৃতির একটি কপি হাতে পেয়েছে। শনিবার মধ্যরাতের পর ভারতের পাঞ্জাবের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকস্মিক সফরে পাকিস্তান যান এবং দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানান। যা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিচ্ছিল।
নাম প্রকাশ না করার শর্তে ভারতের একজন কর্মকর্তা বলেন, (পাকিস্তানের সঙ্গে) আলোচনা এগিয়ে নেয়া বা না নেয়ার বিষয়টি এখন সরকারের বিবেচনাধীন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।