সেবা ডেস্ক: নিজেকে রোমান্টিক মনে করেন ক্যটরিনা। তার আসন্ন সিনেমা ‘ফিতুর’ দেখলে দর্শক সেই বিষয়টি আরও গভীরভাবে উপলদ্ধি করবেন বলেই ক্যাটরিনার দাবি। তাঁর কথায়, ‘আমি ব্যক্তিগত জীবনেও রোম্যান্টিক। আর সেটা বোধহয় আমার ছবিতেও বোঝা যায়। ফিতুর-দেখলেই আপনারা সেটা বুঝবেন। ভালবাসা আমার কাছে একটা প্যাশন।’
‘ফিতুর’ ভালোবাসার গল্প দিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক অভিষেক কাপূর। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে কাশ্মীরে। ছবির বেশ কিছু অংশ শুটিং হয়ে যাওয়ার পর ক্যাটরিনার মায়ের চরিত্র থেকে সরে দাঁড়ান রেখা। চার্লস ডিকেন্সের উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশন’ অবলম্বনে এই ছবি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।