সেবা ডেস্ক: গাজীপুরে সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির হোসেন খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার হালডোবা কাউয়ামারা বাইতের জঙ্গলে এই ঘটনা ঘটে।
মনির গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকার কবির হোসেন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডিবি ও থানা পুলিশ সন্ত্রাস বিরোধী যৌথ অভিযান পরিচালনা করার সময় মঙ্গলবার রাত নয়টার দিকে মনিরকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে নিয়ে কাউয়ামারা বাইতের জঙ্গলে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। এসময় মনিরের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় মনির গুলিবিদ্ধ হয়ে মারা যান। মনিরের লাশ ময়নাতদেন্তর জন্য গাজীপুরেরর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় জয়দেবপুর থানার এএসআই মোমিন মিয়া ও কনস্টেবল মোস্তাফিজুর রহমানও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন জানিয়েছেন, মনির হোসেন খানের বিরুদ্ধে সন্ত্রাস, খুন, চাঁদাবাজিসহ প্রায় ২৫টি মামলা রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।