সেবা ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বিশেষ বাহিনীর অভিযানে এক মার্কিন সেনা নিহত এবং দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কাবুলে যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড একথা জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানান, বিশেষ বাহিনী একটি সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর সময় গোলাগুলির মুখে পড়ে।
একজন সেনা আহত হয়ে পরে মারা যায় বলে জানান মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল উইলসন শফনার। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি। আফগান বাহিনীরও অনেক সেনা আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার মারজাহ শহরের কাছে এ ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারে একটি হেলিকপ্টার পাঠানো হলেও সেটি অবতরণ করতে বাধ্য হয়েছে এবং উদ্ধারকাজ চালানো এখনও সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
কয়েকটি খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি খুব সম্ভবত ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার। উদ্ধার অভিযানে গিয়ে সেটিও গুলির মুখে পড়ে। তবে এটি ভূপাতিত হয়নি বলে জানিয়েছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। আফগানিস্তানে তালেবান জঙ্গিদের তৎপরতা সামাল দিতে স্থানীয় বাহিনীকে সহায়তা করার জন্য এখনও মোতায়েন আছে প্রায় ১২ হাজার আন্তর্জাতিক সেনা। তাদেরই কয়েকজন সেনাকে সম্প্রতি হেলমান্দে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়তে পাঠানো হয়েছিল। এ প্রদেশটি দীর্ঘদিন থেকেই তালেবানের শক্তিশালী ঘাঁটি। বিবিসি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।