সেবা ডেস্ক: চরিত্রের প্রয়োজনে যে কোনো অঙ্গনের মানুষের সাথে স্ক্রিন শেয়ার করা উচিত অভিনেতাদের। এই আপ্তবাক্যকে বাস্তবে মানতে চলেছেন বলিউড তারকা তুষার কাপুর ও আফতাব শিবদাসানি। এই দুই তারকা অভিনেতাকে 'কেয়া কুল হে হাম থ্রি'তে সাথে আসল পর্ন তারকাদের সাথে অভিনয় করতে দেখা যাবে।
ছবির বেশ কিছু সিকুয়েন্সের জন্য আসল পর্ন তারকাদের নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক উমেশ ঘেডগে। এ ব্যাপারে তিনি জানান, কিছু কমেডি সিনের জন্য আসল পর্ন তারকাদের নেয়া হবে। সিনগুলো ব্যাংককে শ্যুট করা হবে। ছবির মূল গল্পের মুড অক্ষুণ্ণ রাখতেই তাদের নেয়া।
সম্প্রতি মুভিটির ট্রেইলার ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে। মাত্র তিন দিনের মাথায় তা ১৩ মিলিয়ন বার ভিউ হয়েছে।
আগামী ২২ জানুয়ারি কেয়া কুল হে হাম থ্রি মুক্তি দেয়া হবে। কিন্তু মুক্তির আগেই যৌনতা নির্ভর টেইলরের জন্য মুভিটি বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।