ঢামেক হাসপাতালে দগ্ধ গৃহকর্মীর মৃত্যু

Unknown
সেবা ডেস্ক:  রাজধানীর সিদ্ধেশ্বরীতে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী জবা আক্তার (১০) নামে এক গৃহকর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শনিবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৃহকর্তা ও তার মেয়েদের নির্যাতন সইতে না পেরে শুক্রবার সকালে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জবা। পরে গৃহকর্তা কল্লোল আহমেদ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থশংকর পাল জানান, আগুনে জবার খাদ্যনালীসহ শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়।
শুক্রবার হাসপাতালে আনার পর জবা বলতে থাকে, আমি মইরা যামু, বাঁচতে চাই না। ওদের কারণে আমি আত্মহত্যার চেষ্টা করছি।
দেড় বছর আগে বগুড়া থেকে জবা ঢাকায় এসে কাজে যোগ দেয় বলে জানা গেছে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top