সেবা ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ভূমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে খুনের দায়ে ১১ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
২০১৪ সালের ২৩ নভেম্বরে জয়ঘট পঞ্চায়েতের কৃষ্ণগঞ্জে নিজের জমি দখলে বাধা দেয়ার চেষ্টা করেন অপর্ণা বাগ নামের একজন নারী। এ সময় ওই ১১ ব্যক্তি তাকে গুলি করে হত্যা করেন।
অপর্ণা বাগ নিহত হলেও অপর দুই নারী ও এক শিশু গুলিতে আহত হয়।
এ ঘটনায় আইন কর্মকর্তারা ১২জনের বিরুদ্ধে চার্জশিট দেন। তবে তাদের মধ্যে একজন এখনো পলাতক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।