
সম্প্রতি জনপ্রিয় টাইমস অব ইন্ডিয়া এমন ছয় জনের ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে।
জয়া আহসান
জয়া আহসানের ক্যারিয়ারের প্রথম ছবি 'ডুবসাঁতার'। 'গেরিলা' ছবির জন্য দেশে প্রথম জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। এর পরের পুরস্কারটি পেয়েছেন 'চোরাবালি'তে অভিনয়ের জন্য। অরিন্দম শীলের 'আবর্ত' দিয়ে কলকাতার চলচ্চিত্রে যাত্রা শুরু করেন জয়া। এর পর সৃজিত মুখোপাধ্যায়ের 'রাজকাহিনী' নিয়ে একরকম টলিউডের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জয়া আহসান।
নুসরাত ফারিয়া
যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'আশিকি' দিয়ে ভারতের দর্শকদের সামনে হাজির হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। ছবিটি প্রত্যাশিত সাফল্য না পালেও এবার দর্শকদের সামনে চমক নিয়ে আসছে ফারিয়ার 'হিরো-৪২০'।
বিদ্যা সিনহা মিম
২০০৮ সালে নন্দিত লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস 'আমার আছে জল' অবলম্বনে নির্মিত ছবির মাধ্যমে রুপালি পর্দায় আগমন বিদ্যা সিনহা মিমের। রাজা চন্ডার ছবি 'ব্ল্যাক' দিয়ে পদার্পণ করতে যাচ্ছেন তিনি। ছবিটিতে তার বিপরীতে থাকবেন সোহাম।
সোহানা সাবা
টেলিভিশন দিয়ে ক্যারিয়ার শুরু সোহানা সাবার। বাংলাদেশে বেশ কয়েকটি ছবিতে অভিয়নের পর তিনিও সীমানা পেরিয়েছেন ভারতীয় দর্শকদের জয় করতে। টলিউডের আয়ান চক্রবর্তী এখন 'ষড়ঋপু' নিয়ে কাজ করছেন সোহানা সাবার সঙ্গে।
কুসুম সিকদার
গানের মাধ্যমে শোবিজ জগতে নাম লেখান মডেল ও অভিনেত্রী কুসুম সিকদার। এর পর বেশ কয়েকটি নাটকে অভিনয়ের পর চলচ্চিত্রে আসেন কুসুম। 'গহিনের শব্দ' তাকে এনে দেয় বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যৌথ প্রযোজনার ছবি 'শঙ্খচিল'-এ প্রসেনজিতের বিপরিতে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করছেন গৌতম ঘোষ।
দিলরুবা ইয়াসমিন রুহি
মডেল হিসেবে শুরু করলেও রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে 'অপরিচিতা'র মাধ্যমে টেলিভিশনে আসেন রুহি। টলিউডে 'গ্ল্যামার' ছবির মাধ্যমে বড় পর্দায় নামছেন তিনি। 'গ্ল্যামার'-এ তার বিপরিতে থাকবেন পরমব্রত চ্যাটার্জি।