
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রানাপ্লাজা ধসের পর যুক্তরাষ্ট্র হঠাৎ জিএসপি সুবিধা বন্ধ করে দেয়। তারা আমাদের শ্রমমান নিয়ে যে প্রশ্ন তোলে বা ১৬টি শর্ত আরোপ করে, তার সবগুলোই তৈরি পোশাক নিয়ে, কিন্তু তৈরি পোশাক প্রবেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোন সুবিধা দেয় না। ১৬টি শর্ত সম্পূর্ণভাবে আমরা পূরণ করেছি, এটা তারাও স্বীকার করে, আর শুধু বলে অনেক উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন হওয়া প্রয়োজন।’
এ বিষয়ে তোফায়েল আহমেদ আরও বলেন, ‘আমরা যা যা করার করেছি, আর কী করবো? শর্ত পূরণের পরেও যদি জিএসপি সুবিধা না পাই, তাহলে সেটা রাজনৈতিক কারণ ছাড়া আর কী হতে পারে?’ খবর - বাসস।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।