যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধাদের দেয়া হবে : মোজাম্মেল হক

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন বলেছেন, যুদ্ধাপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তাদের ওই সম্পদ মুক্তিযোদ্ধাদের দেয়া হবে। এই বাংলায় জামায়াতকে নিষিদ্ধ করা হবে। তাদের পূর্ণ নাগরিকত্ব দেয়া হবে না, আগামীতে তাদের ভোটাধীকার থাকবে না।
 
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী গোয়ালপাড়া হাইস্কুল মাঠে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সিনিয়র সিটিজেনশিপ দেয়া হবে। অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট দেয়া হবে। প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই রকম করে সরকারি খরচে তৈরি করে দেয়া হবে।
 
স্বাধীনতা বিরোধীদের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, অচিরেই আইন হতে যাচ্ছে, যাতে করে কেউ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করতে না পারে। দেশে বর্তমানে কোন খাদ্য ঘাটতি নেই, ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালকে বাংলাদেশ সরকার ১ লাখ মেট্রিক টন চাল পাঠিয়েছে। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বছরের প্রথম দিনে ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। জুলাই থেকে সব মুক্তিযোদ্ধাকে বিনা পয়সায় চিকিৎসা সেবা দেয়া হবে। দেশের যে সকল স্থানে সম্মুখ যুদ্ধ হয়েছে সেখানেই মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে আবারো নির্বাচিত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।
 
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাতেমা জলিলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিন মিয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল ইসলাম ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি, নারায়ণগঞ্জ জেলা ডেপুটি কমান্ডার নূরুল হুদা, তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক এনাজুর রহমান চৌধুরী, প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ভূইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাবলু, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম লীগের সভাপতি আরমান আহম্মেদ মেরাজ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক ও সোনারগাঁও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথির বক্তব্য শেষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করেন। পরে গোয়ালপাড়া হাই স্কুলের নব-নির্মিত শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করে। পরে সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য কমান্ডার সোহেল রানার কাছে সরকারি বরাদ্ধকৃত ৩০ শতাংশ জমির দলিল হস্তান্তর করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top