নতুন জ্ঞান সৃষ্টিতে শোধ হবে বাংলা ভাষার ঋণ

Unknown
0
সেবা ডেস্ক:  বাংলা ভাষার প্রতি সম্মান জানাবার সবচেয়ে বড় উপায় হলো— এই ভাষায় নতুন জ্ঞান সৃষ্টি করা অথবা উচ্চাঙ্গ অনুবাদের মাধ্যমে এই ভাষাকে জ্ঞান-বিজ্ঞানের ভাষায় পরিণত করা। দুটোই কঠিন কাজ। কিন্তু এই কাজটুকু আমাদের করতেই হবে। আমি এই কাজে আমার সাধ্যমত ব্রতী হয়েছি। ভিডিওর মাধ্যমে জেনেটিকস, আধুনিক জীববিদ্যা, রসায়ন প্রভৃতি বিষয়কে বাংলায় ছড়িয়ে দিচ্ছি। আমার বিজ্ঞানের কাজ বাংলায় লিখছি। জনপ্রিয় বিজ্ঞান ও মৌলিক বিজ্ঞান— দুটোর চর্চাই বাংলায় করছি ও করবো। এভাবে আমার ক্ষুদ্র কাজের মাধ্যমে আমি ঋণ শোধ করতে চাই তাদের যারা ১৯৫২ তে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন।
 
আরেকটা জরুরি কাজ হলো— আমাদের সাহিত্য, সমাজ বিজ্ঞান ও বিজ্ঞানের কাজকে ইংরেজিতে অনুবাদ করা। এই কাজটাও করতে হবে পরিশ্রমের সাথে। এজন্য চাই এমন মানুষ যাদের দুই ভাষাতেই সমান দখল রয়েছে। এমন মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমি বাংলা কবিতা অনুবাদের কাজ শুরু করেছি। একটা বইও প্রকাশের অপেক্ষায় রয়েছে। আরো কাজ আগামিতে করার ইচ্ছা রাখি।
 
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এই দুই কাজের জন্য অনুকূল নয়। আমাদের ছাত্রদের জন্য ইংরেজি শিক্ষার মান উন্নয়ন করতে হবে। অপরদিকে শিক্ষার ব্যাপ্তিও বাড়াতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে ইংরেজি শিক্ষার মান দিন দিন কমছে। অনুবাদের কাজে প্রবাসী বাংলাদেশিরাও এগিয়ে আসতে পারেন। ইংরেজির মাধ্যমে আমরা আমাদের আবহমান ভাষা ও সংস্কৃতির কথা তুলে ধরবো এই বিশ্বায়নের যুগে। এভাবেই আমরা আমাদের বাংলা ভাষার মর্যাদা রক্ষার সুযোগ পাবো।

লেখক: বিজ্ঞানী
kanihati@gmail.com
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top