
আরেকটা জরুরি কাজ হলো— আমাদের সাহিত্য, সমাজ বিজ্ঞান ও বিজ্ঞানের কাজকে ইংরেজিতে অনুবাদ করা। এই কাজটাও করতে হবে পরিশ্রমের সাথে। এজন্য চাই এমন মানুষ যাদের দুই ভাষাতেই সমান দখল রয়েছে। এমন মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমি বাংলা কবিতা অনুবাদের কাজ শুরু করেছি। একটা বইও প্রকাশের অপেক্ষায় রয়েছে। আরো কাজ আগামিতে করার ইচ্ছা রাখি।
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এই দুই কাজের জন্য অনুকূল নয়। আমাদের ছাত্রদের জন্য ইংরেজি শিক্ষার মান উন্নয়ন করতে হবে। অপরদিকে শিক্ষার ব্যাপ্তিও বাড়াতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে ইংরেজি শিক্ষার মান দিন দিন কমছে। অনুবাদের কাজে প্রবাসী বাংলাদেশিরাও এগিয়ে আসতে পারেন। ইংরেজির মাধ্যমে আমরা আমাদের আবহমান ভাষা ও সংস্কৃতির কথা তুলে ধরবো এই বিশ্বায়নের যুগে। এভাবেই আমরা আমাদের বাংলা ভাষার মর্যাদা রক্ষার সুযোগ পাবো।
লেখক: বিজ্ঞানী
kanihati@gmail.com
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।