উন্নত ফিচারের সাশ্রয়ী ফোনে এমডব্লিউসি মাতাবে অ্যালকাটেল

Unknown
0
সেবা ডেস্ক:  বিশ্ব জুড়ে সারা বছরই সৃষ্টিশীল ও উদ্ভাবনী প্রযুক্তিপণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রযুক্তি প্রেমীরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করেন কোন প্রযুক্তি মেলায় কি পণ্য আসছে তা জানার জন্য। শুধু যে সাধারণ মানুষই এসব ইভেন্টের জন্য অপেক্ষা করেন তা নয়। নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিত হতে চান প্রযুক্তিবিদরাও।
 
আর এসব মেলার মধ্যে অন্যতম একটি হল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। এই আয়োজনকে সামনে রেখে ‘ওয়ানটাচ আইডল ৪’ ও ‘ওয়ানটাচ আইডল ৪এস’ নামের দুটি স্মার্টফোন আনতে যাচ্ছে অ্যালকাটেল। এরই মধ্যে তাদের ওয়েবসাইটে এই সেট দুটির ছবি ও স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।
 
২০০৪ সাল থেকে স্মার্টফোন তৈরি ও বাজারজাত করা শুরু করে অ্যালকাটেল। ফ্রেঞ্চ প্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্ট এবং চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টিসিএল কমিউনিকেশনস যৌথভাবে ‘অ্যালকাটেল মোবাইল’ নামে স্মার্টফোন তৈরি ও বাজারজাত করে।
 
অ্যালকাটেল ওয়ানটাচ আইডল ৪এস স্মার্টফোনে থাকবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম। এতে থাকবে ৫ দশমিক ৫ ইঞ্চির কিউএইচডি (১৪৪০x২৫৬০ পিক্সেল) রেজ্যুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে রয়েছে ১৮০ ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল।
 
এতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর, ৩ জিবি র‍্যাম ও আদ্রেনো ৫১০ জিপিইউ। 
 
৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সাথে থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
 
রিয়ার ক্যামেরায় থাকছে ডুয়েল-টোন এলইডি ফ্ল্যাশ, ইআইএস ভিডিও স্টেবিলাইজেশন। ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৮৪ ডিগ্রি ওয়াইড-ভিউং অ্যাঙ্গেল ও ফ্ল্যাশ। এতে রয়েছে ৩০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি।
 
কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ওয়াই-ফাই ডিরেক্ট, ফোরজি এলটিই, ওটিজিসহ মাইক্রো-ইউএসবি, ব্লুটুথ ভি৪.২০, জিপিএস, এ-জিপিএস।
 
ডুয়েল সিমের অ্যালকাটেল ওয়ান টাচ আইডল ৪ স্মার্টফোনে থাকবে ৫ দশমিক ২ ইঞ্চির ফুল এইচডি(১০৮০ x১৯২০ পিক্সেল)রেজ্যুলেশনের আইপিএস এলটিপিএস ডিসপ্লে, সাথে আছে ওজিএস লেমিনেশন।
 
এতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ সিপিইউ প্রসেসর, ২জিবি ও ৩জিবি র‍্যামের দুটি আলাদা সংস্করণ এবং আদ্রেনো ৪০৫ জিপিইউ।
 
১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে আছে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরো ৫১২ জিবি মেমোরি যোগ করার সুবিধা। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় রয়েছে ইআইএস এবং ডুয়েল-টোন এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের যাতে রয়েছে ৮৪-ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল এবং ফ্রন্ট ফ্ল্যাশ। এর ব্যাটারি ২৬১০ এমএএইচ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top