দুই বছরের সুদমুক্ত কিস্তিতে মিলছে এইচটিসি ওয়ান এ৯

Unknown
0
সেবা ডেস্ক:  দেশের বাজারে নতুন মডেলের হ্যান্ডসেট এনেছে তাইওয়ানের মোবাইল নির্মাতা এইচটিসি ও বাংলাদেশের মোবাইল অপারেটর গ্রামীণফোন। ১৪ ফেব্রুয়ারি থেকে মোবাইলটি দেশের সব গ্রামীণফোন স্টোরে পাওয়া যাবে। তবে চাইলে আজ শুক্রবার থেকে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ডিভাইসটির জন্য আগাম ক্রয়াদেশ দেয়া যাবে। মোবাইলটি দুই বছরের সুদমুক্ত কিস্তিতে কেনার সুযোগও রয়েছে।
 
সম্প্রতি রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানে এইচটিসি ওয়ান এ৯ মডেলের এই ফ্লাগশিপ স্মার্টফোনটি উন্মোচন করা হয়।
 
ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার ৯৯০ টাকা। ফোনটিতে আগামী দুই মাস ২ জিবি ডেটা কিনলে চার জিবি ডেটা অফার দিচ্ছে গ্রামীণফোন।
 
ফোনটি কেনার তারিখ হতে ৬ মাস পর্যন্ত স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন গ্রাহক। কার্বন গ্রে কালারের এই স্মার্টফোনটির প্রথম ১০০ জন প্রি-বুকিং দেয়া ক্রেতারা পাবেন রি-ক্যামেরা উপহার।
 
সেটটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেতে আছে তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন মার্শম্যালো।
 
অত্যাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসরের সঙ্গে ৬৪ বিট অক্টাকোর প্রসেসর, ৩জিবি র‌্যামের সঙ্গে ৩২ জিবি বিল্ট ইন মেমোরি।
 
ফোনটিতে ২১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ১৩ মেগা পিক্সেলের রিয়ার এবং ৪ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় তুলতে পারবেন ঝকঝকে ছবি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top