
তাদের বিচ্ছেদের খবরকে গুজব বলে খারিজ করে দিয়েছেন। তাঁর মুখপাত্র একটি সংবাদপত্রকে জানিয়েছেন, আরবাজ ও মালাইকা একে অপরকে দারুণ ভালোবাসেন। তাই বিবাহবিচ্ছেদের কোনও প্রশ্নই নেই। এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, কয়েক মাস আগেই মালাইকা বান্দ্রার বাড়ি ছেড়ে দিয়েছেন। কিন্তু বেশ কিছুদিন পর বিষয়টি প্রকাশ্যে এসেছে। বাড়ি ছাড়ার পর মালাইকা খারের কাছে বোন অমৃতা অরোরা খানের বাড়ির পাশেই একটি অ্যাপার্টমেন্টে বাচ্চাদের নিয়ে রয়েছেন।
১৭ বছর ধরে সংসার মালাইকার সঙ্গে সংসার করা আরবাজও টুইটারে দেয়া এক পোস্টে তাদের বিচ্ছেদের খবর নিয়ে গণমাধ্যমের বাড়াবাড়ির সমালোচনা করেছেন। টুইটারে দেয়া পোস্টে তিনি বলেন, কিছু মানুষের বাজে কথা বাদ দিয়ে নিজের চরকায় তেল দেয়া উচিত। ইন্ডিয়ান এক্সপ্রেস।