
নেইমার বার্সেলোনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুজব নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক কথা হচ্ছে। জুরিখে ২০১৫ সালের ফিফা ব্যালন ডি অরের গালায় শীর্ষ তিনে থাকা নেইমার নাকি সেখানে রিয়ালের প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। তবে তার প্রতিনিধিরা সে খবর অস্বীকার করেছেন। বার্সেলোনাতে নেইমারের পূর্বসূরি ব্রাজিলিয়ান রোনালদিনহো মনে করেন যে নেইমারের রিয়ালে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
এল মুন্ডো দেপোর্তিভোকে রোনালদিনহো বলেন, আমি মনে করি না নেইমার রিয়াল মাদ্রিদে যাবে। আমি আশা করি সে বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে উঠুক। সে অনেক বেশি প্রতিভাধর এবং বিশ্বের সেরা ক্লাবে খেলে। আমি মনে করি বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে ওঠার জন্য যা দরকার সেটা তার আছে।