সেবা ডেস্ক: একটা উড়ো-জাহাজ কেনার শখ হয়েছে শাহরুখ খানের। তা হতেই পারে। তার আয়ও তো অনেক। প্রতিটা ছবির জন্য সবার চেয়ে বেশি পারিশ্রমিক নেন তিনি। কিন্তু বলিউডের এই বাদশা নাকি উড়ো-জাহাজ কিনতে পারছেন না। কারণ আর কিছু নয়, শখ আর সাধ্যের পার্থক্য!
টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, টাকা না থাকায় প্রাইভেট প্লেন কিনতে পারছেন না শাহরুখ!
শুনে অবাক হচ্ছেন? কিন্তু এটাই বাস্তব। শাহরুখ খানের কাছে এখন প্লেন কেনার টাকা নেই। আর কেউ নন, এ কথা জানিয়েছে শাহরুখ নিজেই।
কেন এই সংকট? শাহরুখ বলছেন, ‘একটা প্লেন কিনতে চাই। কিন্তু টাকা কোথায়? ছবি তৈরি করতে সব টাকা ঢেলে দিয়েছি। প্রাইভেট জেটে যাতায়াত করা আমার প্রয়োজনও বটে। তা হলে আমি আরও কাজ করতে পারব।
খান আরও জানিয়েছেন, ‘আসলে সবসময়ই আমার সামনে বিকল্প থাকে দুটো, হয় প্লেন কেনো, নইলে ছবি বানাও। আমি পরেরটা বেছে নিই।’
৫০ বছর বয়সী শাহরুখ ছোট পর্দার মধ্যে দিয়ে অভিনয় জগতে পা রাখেন। পরে বলিউডে নিজেকে এক নম্বর নায়কের আসনে প্রতিষ্ঠাও করেন। তিনি শুধু একজন অভিনেতাই নন‚ একই সঙ্গে একজন সফল উদ্যোক্তাও। তার এবং তার স্ত্রী গৌরীর একটি ফিল্ম প্রডাকশন কোম্পানি আছে, যার নাম রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। আর এখানেই টাকা গায়েব হয় 'মাই নেম ইজ খান' এর এই তারকার।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।