
সরেজমিনে দেখা যায়, বিশ^বিদ্যালয়ে প্রবেশের প্রধান সড়ক ও সমাজ বিজ্ঞান অনুষদের সামনে অবস্থিত ভাস্কর্যটি নির্মিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন সংস্কার করা হয়নি। ভাস্কর্যের গায়ে কালো ধুলার আস্তরণের কারণে ভাস্কর্যটির জীর্ণদশা স্পষ্ট। তাছাড়া দীর্ঘদিন অযত্মের ফলে ইট, রড ও সিমেন্টসহ নির্মাণ উপকরণ বেরিয়ে পড়েছে। এছাড়া ভাস্কর্যের বেদীতে পোস্টার-ফেস্টুন লাগিয়ে সৌন্দর্যহানি করেছে বিভিন্ন সংগঠন। এর ইট-সুরকিও খসে পড়েছে। ফলে উন্মুক্ত হয়ে পড়েছে এর ভেতরের রডের কাঠামো। যে কোন মুহুত্যে এটি সম্পূর্ন ভেঙ্গে যাওয়ারও আশংকা দেখা দিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দীক বলেন, ভাস্কর্যটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে নির্মিত হয়েছিল। গোটা প্রকল্প বাস্তবায়নের জন্য ২৫ লাখ টাকা প্রয়োজন। অনুদান না পাওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন করা যাচ্ছে না। তবে খসে পড়া অংশ আমরা নিজেরাই সংস্কারের কথা ভাবছি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।