দিনদুপুরে ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  দিনদুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে সবার সামনেই এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন চীনের মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক।
তবে অন্যান্য শিক্ষকদের সহায়তায় পরবর্তীতে ছাত্রীকে উদ্ধার করা হয়।
গত সোমবার চীনের জুয়ানজি প্রদেশের লিঙ্কসানের টাইপিই হাইস্কুলে এ নির্মম ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ব্রিটেনের ডেইলি মেইল।
অভিযুক্ত শিক্ষক হুঁয় (৩০) স্কুল ক্যাম্পাসে অন্যান্য ছাত্র-ছাত্রীর সামনেই ছাত্রীটিকে ধর্ষণ করার চেষ্টা চালায়। প্রথমে সে এসে ছাত্রীটির কাছ থেকে তাকে সরিয়ে নেন। ঘটনায় ছাত্রীটি তেমন কোনো আঘাত না পেলেও প্রচণ্ড ভীত হয়ে পড়ে।
পরে পুলিশে খবর দিলে তারা অভিযুক্ত শিক্ষকের পরিবারকে ডেকে আনে। এরপর তারা এসে হুঁয়কে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।
চীনের লিংশেন কাউন্টির প্রচার ও প্রকাশনা বিভাগ বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে বলে, ২০১১ সালে মানসিক চিকিৎসা গ্রহণ করে হুঁয়। ২ বছর পরে তাকে সুস্থ হিসেবে ঘোষণা করা হলে তিনি কাজে ফেরেন।
স্কুল কর্তৃপক্ষ জানায়, গত ৫ বছর যাবৎ হুঁয় ভালভাবেই কাজ করছিল। তবে তাকে মূল শ্রেণিতে শিক্ষকতা করতে দেওয়া হতো না।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top