সেবা ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে দ্রুত ফলাফল পাঠাতে রিটার্নিং অফিসারদের বিশেষ নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানান, আজ বিকেলে এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা নির্বাচনী এলাকার সকল রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা ও পরবর্তী সময়ে যাতে সহিংসতার সৃষ্টি না হয়- সেদিকে দৃষ্টি রাখতে বলা হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।