সেবা ডেস্ক: ‘হুয়াওয়ে ভিআর’ নামের নতুন ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নিয়ে ভার্চুয়াল রিয়েলিটির জগতে প্রবেশ করছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৯-এর সঙ্গে পাওয়া যাবে এই ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট। হুয়াওয়ের ভিআর হেডসেট স্যামসাং ভিআর হেডসেটের মতই কাজ করবে। এই হেডসেটে স্মার্টফোন সংযুক্ত করে ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও, গেমস, ৩৬০ ডিগ্রি ভিডিও উপভোগ করা যাবে। ১০৮০ পিক্সেল স্ক্রিন রেজ্যুলেশনের ডিভাইসটি দিয়ে উপভোগ করা যাবে ৩৫০ প্যানারমিক ইমেজ এবং ১৫০টির মত প্যানারমিক ট্যুর। শুধু এই ভিআর হেডসেটটিই নয়, এর পাশাপাশি ৪ হাজারের বেশি ভার্চুয়াল রিয়েলিটি মুভি এবং ৪০ টিরও বেশি গেমস উন্মুক্ত করেছে হুয়াওয়ে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, চীনের গ্রাহকদের জন্য এই ভিআর হেডসেট আনছে হুয়াওয়ে। ডিভাইসটি কবে নাগাদ বাজারে আসছে তা নিয়ে এখনও কোনো ঘোষণা না দেওয়ায় এটি চীনের বাইরে পাওয়া যাবে কিনা তা এখনও অনিশ্চিত। সূত্র- অ্যান্ড্রয়েড কমিউনিটি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।