সেবা ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৮০০ গ্রাম স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস গোয়েন্দা শাখা। আটককৃত যাত্রীর নাম জসিম উদ্দিন সরকার (৪০)। সোমবার রাত ৯টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকাগামী রিজেন্ট এয়ার লাইন্সের একটি ফ্লাইটে আসার পর গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টমসের উপ কমিশনার রিয়াদুল ইসলাম জানান, ওই যাত্রীর জুতা জোড়ার ভেতর থেকে ৬টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া হ্যান্ড লাগেজ থেকে ২০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধা রকরা হয়। এর বাজার মূল্য ৪০ লাখ টাকা।

