রৌমারীতে ছিনতাইকারীদের রামদার কোপে ব্যবসায়ী আহত

Seba Hot News
সেবা ডেস্ক:  কুড়িগ্রামের রৌমারীতে ছিনতাইকারীদের রামদার কোপে ফজর আলী (৪৫) নামে এক গরু ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ওই রাতেই কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার দুর্গম লাউবাড়ি হাটের আব্দুল আউয়ালের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত ফজর আলী একই উপজেলার চর ইটালুকান্দা গ্রামের রইস  উদ্দিনের ছেলে।
আহত ব্যবসায়ীর স্বজনরা জানিয়েছেন, লাউবাড়ি হাটে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন ফজর আলী। ৫-৬ জনের একটি ছিনতাইকারী দল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ছিনতাইকারীরা রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এ কারণে আহতের অবস্থা আশঙ্কাজনক। তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় রৌমারী বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী আয়নাল হক ছিনতাইকারীদের কবলে পড়েন। দক্ষিণ ইছাকুরি গ্রামের গালামাল ব্যবসায়ী আয়নাল হকের কাছ থেকে এক লাখ সাত  হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আটক দুই ছিনতাইকারীকে জনসমক্ষে মারপিট করে এবং ছিনতাই হওয়া টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেন।
ওই দুই ছিনতাইয়ের ঘটনার বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ওসি (পরিদর্শক) এ বি এম সাজেদুল ইসলাম জানান, ইছাকুরি গ্রামে ছিনতাইয়ের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে লাউবাড়ি এলাকায় ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। আমরা ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। একই সঙ্গে রাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top