সেবা ডেস্ক: ফোন যতই দামি হোক না কেন, এর প্রাণভোমরা কিন্তু মেমরি কার্ড। উপযুক্ত মেমরি কার্ড স্পেস না থাকলে হ্যাং করতে পারে দামি ফোনও। অনেক সময় নষ্ট হয়ে যায় মেমরি কার্ড। ওই সময় ফোন থেকে মেমরি কার্ড খুলে নেওয়া হলে বা কোনোভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। জেনে নিন কীভাবে নষ্ট হওয়া মেমরি কার্ড ঠিক করবেন।
কার্ড রিডারে মেমরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে কানেক্ট করুন। খেয়াল রাখুন, হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো মেমরি কার্ড দেখালেও সেটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার আপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে সিএমডি লিখুন। এতে আপনার স্টার্ট মেনুর উপর দিকে কমান্ড প্রম্পট (সিএমডি) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে ‘রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করে সেটি খুলুন।
কমান্ড প্রম্প্ট চালু হলে এখানে সিএইচকেডিএসকে এমআর লিখে এন্টার ক্লিক করুন। এখানে এম হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ। কম্পিউটারে কার্ডের ড্রাইভ দেখতে পেলে এখানে ‘চেক ডিস্ক’ সম্পন্ন হতে দিন।
এখানে ‘কনভার্ট লস্ট চেইনস টু ফাইলস’ বার্তা এলে ওয়াই টিপুন। এক্ষেত্রে ফাইল ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি ‘ইনভ্যালিড ফাইল সিস্টেম’ দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে ফরম্যাটে-এ ক্লিক করুন। ফাইল সিস্টেম থেকে এফএটি নির্বাচন করে কুইক ফরম্যাট-এর টিক চিহ্ন তুলে দিয়ে ফরম্যাট-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।
নানাভাবে এমন অকেজো মেমরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাহ্যিকভাবে নষ্ট প্রায় কার্ডকে ঠিক করতে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। মেমরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে, কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে ‘রিড’ করতে পারে না।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।