সেবা ডেস্ক:
ডাঃ জিএম ক্যাপ্টেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৩ টায় কুড়িগ্রাম টাউন হলে অনুষ্ঠিত সভায় বর্তমান সভাপতি মোঃ সোলেমন হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলার চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ কাজিউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা এডভোকেট মোঃ এনামুল হক চাঁন, সাংবাদিক অলক সরকার ও জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি ডাঃ জিএম ক্যাপ্টেন প্রমুখ।
ইউনিয়নের সাধারন সাম্পাদক সংগ্রামী শ্রমিক নেতা মোঃ আব্দুল রহিম এর সঞ্চালনায় উক্ত কমিটি দ্বি-বার্ষিক আয় ব্যয়ের হিসাব বুঝিয়ে দিয়ে গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটি ভেঙে দেন সভাপতি শ্রমিক নেতা মোঃ সোলেমন হোসেন এবং ইউনিয়নের সকল সদস্যের সর্ব সম্মতিক্রমে সাবেক পৌর চেয়ারম্যান মোঃ কাজিউল ইসলাম কে এডহক কমিটির সভাপতি করে গঠন করা হয়।
দ্বিতীয় পর্বে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধনী আনার প্রস্তাব পেশ করা হয়।
দ্বি- বার্ষিক পরিবর্তন করে ত্রি-বার্ষিক করা হয়। যাহা ইউনিয়নের সকল সদস্যের কণ্ঠ ভোটে পাস হয় এবং সিলেকশনে পুনরায় নির্বচিত হন বর্তমান সভাপতি মোঃ সোলেমন হোসেন। সাধারন সম্পাদক আব্দুল রহিম। দপ্তর সম্পাদক মোঃ এরশাদুল হক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।