সেবা ডেস্ক: রাজশাহী নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় বাধা দিতে এসে ছুরিকাঘাতে আহত হয়ে অপর এক নারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ঘাতক আইনাল হক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে আইনাল হকের স্ত্রী সাফিয়া বেগম (২৫) বাড়ির সামনে রাস্তার ধারে কাজ করছিলেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনাল হকের সঙ্গে তার বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আইনাল বাড়ির ভেতর থেকে হাঁসুয়া ও ছুরি নিয়ে গিয়ে সাফিয়া বেগমকে প্রথমে ছুরি দিয়ে আঘাত করেন। এতে সাফিয়া আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আইনাল হক তাকে প্রকাশ্যেই হাঁসুয়া দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় আইনালকে ধরতে গেলে তিনি তার ছোট ভাই মৃত বাবুলের স্ত্রী সোমা বেগমকেও (২২) ছুরি দিয়ে আঘাত করেন। এতে ওই নারী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করায়।
পুলিশ জানায়, ঘটনার পর আইনাল হক হাঁসুয়া ও ছুরি নিয়ে ঘটনাস্থলেই বসে ছিলেন। ঘটনাস্থলে গেলে তিনি পুলিশের কাছে হাঁসুয়া ও ছুরি জমা দিয়ে আত্মসমর্পণ করেন।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সাফিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।