সেবা ডেস্ক: কানাডার টরেন্টোতে একটি মোরগকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার কিংস্টন এবং গ্যালিওয়ে রোডে সকাল বেলা জ্যাম সৃষ্টি করে অফিসে যাতায়াতকারীদের বিলম্ব ঘটানোর অপরাধে মোরগটিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোরগটি এখন পুলিশের হেফাজতে রয়েছে বলে ডেইলি টরন্টো স্টার জানিয়েছে। তবে এটি বন মোরগ নাকি গৃহপালিত তা জানা যায়নি। কয়েক বছর আগে ওটোয়ায় এক হরিণ শাবক রাস্তায় শুয়ে পড়ে সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের গাড়ি থামিয়ে দিয়েছিল। পরে বাধ্য হয়ে নিরাপত্তা বাহিনী হরিণ শাবকটিকে সড়ক থেকে সরিয়ে নেয়।