সেবা ডেস্ক: শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি বিলাসবহুল লেক্সাস কার জব্দ করেছে সিলেটের শুল্ক গোয়েন্দা বিভাগ। এসময় একটি চিঠিও উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান জানিয়েছেন, মঙ্গলবার রাত দুইটার দিকে সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সামনে থেকে গাড়িটি জব্দ করা হয়। তিনি জানান, গাড়িটির সাথে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে গাড়িটি শুল্ক বিভাগে হস্তান্তরের কথা জানানো হয়েছে। পাঁচ সিটের সিলভার রঙের এই গাড়িটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলেও জানান তিনি। চিঠির বরাত দিয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক জানান, ২০১১ সালে গাড়িটি যুক্তরাজ্য থেকে আনা হয়। কিন্তু এতোদিন রেজিস্ট্রেশন ছাড়ািই চালানো হচ্ছিল।