ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদী পৌরসভায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান। পৌরসভার মেয়র মো. আবু সাইদ সহ কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান। নির্বাচনে অংশ গ্রহণ করেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুল্লাহ হাবি, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান খোকন। নির্বাচন পরিচালনা করেন শ্রীবরদী পৌরসভার সচিব মো. শরাফত আলী।