সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে তিন সন্তানের জননী রুফুজা বেগম (৩০) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আলী হোসেনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফকির পাড়া গ্রামের আলী হোসেনের ঘরে তার স্ত্রী রুফুজা বেগমের ওড়না দিয়ে পেচানো ধর্নার সঙ্গে ঝুলন্ত লাশ দেখে স'ানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।