শ্রীবরদীতে ইউপি নির্বাচনে আ’লীগের ভরাডুবি দুই পক্ষের দোষারোপ

G M Fatiul Hafiz Babu
0
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

গত ৩১ মার্চ ২য় ধাপে শ্রীবরদী উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৬টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দু’টি আ’লীগ, দু’টি বিএনপি ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। এনিয়ে সচেতন মহল, সাধারন ভোটার ও দলীয় নেতা-কর্মীর মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠেছে। উপজেলার সিংগাবরুনা ও কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটি বলে খ্যাত। এ দুই ইউনিয়নে যোগ্যতাা সম্পন্ন প্রার্থী না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। অপরদিকে কুড়িকাহনিয়া ও গড়জরিপা ইউনিয়নও আ’লীগের ঘাটি। এখানেও দলের অযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ায় দু’টিতেই বিএনপি’র প্রার্থী বিজয়ী হয়েছে। এছাড়া, বিএনপি’র দুর্গ শ্রীবরদী সদর ও কেকেরচর ইউনিয়নে আ’লীগের প্রার্থী বিজয়ী হয়েছে।

এনিয়ে স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার ফজলুল হক চাঁন বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন বাণিজ্য করে অযোগ্য ও গ্রহণযোগ্যহীন প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কারণে আ’লীগের ভরাডুবি হয়েছে। তাছাড়া, জীবনে কখনো আ’লীগ করে নাই এমন প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে। অপরদিকে আ’লীগের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন বলেন, মনোনয়ন বাণিজ্যের প্রশ্নই ওঠেনা। নির্বাচনে এমপি সাব দলের প্রার্থীর বিপক্ষে কাজ করার কারণে আ’লীগের ভরাডুবি হয়েছে। আমরা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরই মনোনয়ন দিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top