সেবা ডেস্ক: চুল দ্রুত লম্বা করতে চান।তাহলে বেছে নিন ফলের গুণাগুণ। আপনাদের জন্য রইল কলা দিয়ে খুব সহজ হেয়ার প্যাক তৈরির কৌশল, নিয়মিত ব্যবহারে যা আপনার চুলকে করে তুলবে লম্বা ও কালো। এক কথায় যাকে বলে সুকেশী। কলা কেবল চুলকে লম্বাই করবে না, একই সঙ্গে করে তুলবে নরম ও মোলায়েম। সপ্তাহে অন্তত দুইদিন কলার হেয়ার প্যাক ব্যবহার করুন।
যা লাগবে: দুটি পাকা কলা (চটকে নেয়া), একটি ডিমের কুসুম, চা চামচ লেবুর রস
যেভাবে লাগাবেন: প্রথমে ভালো করে তিনটি উপাদান মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখুন। তারপর একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তার উপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন। এভাবে ঘণ্টাখানেক রাখুন। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।