জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬র ৭টি উপধারা বাতিলের দাবিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসাবে বাপুস কুড়িগ্রাম জেলা শাখার আহব্বায়ক কে এম বদরুল আহসান মামুন এর নেতৃত্বে গতকাল দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পুস্তক ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে স্মারকলিপি প্রদান করেন এবং সেই সাথে সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলায় একযোগে সকল বইয়ের দোকান (লাইব্রেরী) বন্ধ রাখা হয়েছে।
জেলা শাখার অফিস সূত্রে জানা যায় শিক্ষা আইন ২০১৬র ৭টি উপধারা বাংলাদেশ প্রকাশনা শিল্পের অস্তিতেবর জন্য মারাত্নক হুমকি যা বাস্তাবায়িত হলে প্রকাশনা শিল্পের সংঙ্গে প্রত্যেক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ২৫ লক্ষাধিক মানুষ বেকারত্বের ঝুঁকিতে পড়বে যা মাননীয় প্রধান মন্ত্রীর মধ্যম আয়ের দেশে পরিণত করার পথে বেকারত্ব কাঁঠা হয়ে দাড়াবে। তাই সকল স্তরের মানুষের দাবীতে পরিণত হয়েছে।
শিক্ষা আইন ২০১৬র ৭টি উপধারা বাতিল এখন সময়ের দাবি।
স্মারক লিপি প্রদান কালে কুড়িগ্রাম জেলার পুস্তক ব্যবসায়ীর মধ্যে উপসি'ত ছিলেন বাপুস, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ আল আমিন সরকার, নীতিমালা স্ট্যান্ডিং কমিটির সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ (স্বপন), সিনিয়র সদস্য জনাব মোঃ কে.এম মমিনুর রহমান ফরহাদ, বাপুস, উলিপুর উপজেলা শাখার সভাপতি জনাব আবু বক্কর সিদ্দিক সিরাজ, বাপুস, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি সালেহ আহম্মেদ,
বাপুস, রাজারহাট উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ রমজান আলী, সাধারন সম্পাদক জনাব মোঃ মশিউর রহমান, বাপুস, চিলমারী উপজেলা শাখার সাধারন সম্পাদক জনাব শ্রী দীলিপ চন্দ্র রায়, বাপুস, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারন সম্পাদক এবিএম রুহুল রব্বানী ও বাপুস, ফুলবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক জনাব আবুল হোসেন প্রমুখ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।